ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

জাপানের সমুদ্রসীমায় উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জাপানের সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে। দক্ষিণ সাগর নামে পরিচিত জাপান সাগরে এটি পড়েছে বলে জানা গেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকতে পারে। যেটি কি না জাতিসংঘের রেজ্যুলশনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে।

এ মাসের শুরুতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এই দক্ষিণ সাগরেই তারা এর কয়েকদিন পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে চার দিন আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানানোর পর মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিক বা মিত্রদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই।’ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।

অন্য দিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।