কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুলের হাতে এ সামগ্রীগুলো তুলে দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
জাইকা প্রকল্পের আওতায় মেসার্স টিএম আলামিন ট্রেডার্স এই সামগ্রীগুলো বিতরণ করেন।
সামগ্রীর মধ্যে ছিল, ৩টি আইসিইউ বেড,১টি আলট্রাসোনো গ্রাম মেশিন ওপ্রিণ্টার,৫টি অক্সিজেন সিলিণ্ডার,২টি ক্যালোরিমিটার মেশিন এবং ১টি এসি ও আইপিএস।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলর রহমান সিরাজী, উপজেলা পরিষদের ভাইস ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।