
বেত্রাবতী ডেস্ক।যশোরের বাঘারপাড়ায় জেলা ট্রাফিক পুলিশ অফিসের নিয়মিত অভিযানে ৭৮টি মটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সাতটি মামলাও হয়েছে। সোমবার সকালে উপজেলার চৌরাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মটরসাইকেলের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্সটোকেন সংক্রান্ত ত্রæটি থাকায় ৭৮টি মটরসাইকেল জব্দ ও ৭টি মামলা হয়।
জব্দকৃত মটরসাইকেল বাঘারপাড়া থানা পুলিশের জিম্মায় আছে এবং গাড়ির প্রকৃত মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শণ করে নিজ জিম্মায় নিতে পারবেন।
এ দিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন টিএসআই (ট্রাফিক সার্জেন্ট, পরিদর্শক) সাইফুল ইসলাম।
এ সময় তাঁকে সহযোগিতা করেন বাঘারপাড়া থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।