দীর্ঘ ক্যারিয়ারে মৌলিক গানের পাশাপাশি নিজের পছন্দের শিল্পীদের গান করেও প্রশংসা কুড়িয়েছেন আসিফ আকবর। এবার তিনি কণ্ঠে তুলে নিলেন হেমন্ত মুখোপাধ্যায়র গাওয়া কালজয়ী গান ‘আয় খুকু গায়’।
গানটিতে হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠ দিয়েছিলেন শ্রাবন্তী মজুমদারের সঙ্গে। আর আসিফ গাইলেন নবীন গায়িকা রায়নাকে নিয়ে।
পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানটির ভিডিওচিত্র প্রকাশ করেছে আর্ব এন্টারটেনমেন্ট। ২৭ সেপ্টেম্বর আসিফের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘রায়না আমার মেয়ের মতো। ওর বাবাও একজন মিউজিশিয়ান। মেয়েটা চমৎকার গান করে। সেই জায়গা থেকেই তার সঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়া। আমি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’
রায়না বলেন, ‘আসিফ আংকেলের মতো এতো বড় মাপের শিল্পীর সঙ্গে গাইতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আজ (২৭ সেপ্টেম্বর) আমার জন্মদিন। এদিন গানটি প্রকাশ হওয়াতে বেশি ভালো লাগছে। আমার জন্মদিনের বিশাল উপহার।’
গানটির মিউজিক রি-অ্যারেঞ্জ করেছেন শহীদ রহমান। রিয়াজ আহমেদের সমন্বয়ে ভিডিওচিত্রের নির্দেশনা দিয়েছেন ইয়ামিন এলান।