বেত্রাবতী ডেস্ক।।কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সম্ভাবনাময় ফসল কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ১ দিন ব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ১ দিন ব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ এবং বিকালে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে উপকরণ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ’র সভাপতিত্বে বিশষে অতিথি ছিলেন, হার্টিকালচার সেন্টার, খয়েরতলার উপপরিচালক হর্টিকালচার কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা, উদ্ভিদ সংঙ্গনিরোধ কেন্দ্র, বেনাপোল’র উপপরিচালক, কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপঙ্কর দাশ, অতিরিক্ত উপপরিচালক (এল.আর.) কাজু বাদাম বিশেষজ্ঞ কৃষিবিদ জাকিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র এডিডি(পিপি) কৃষিবিদ সৌমিত্র সরকার, ঝিকরগাছা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল, মহাদেব কুমার দাশ প্রমুখ।