পিছনে পাহাড়। আশেপাশে সবুজের ভিড়। তারই মাঝে খোলামেলা অবতারে ধরা দিলেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেয়ার করা ছবিই এখন নেটদুনিয়ায় আগুন ঝরাচ্ছে। ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা।
তবে বরাবরের মতো এবারও নেটিজেনদের বাঁকা কথাও সহ্য করতে হল অভিনেত্রীকে।
পাহাড়ে একেবারে খোশমেজাজে দেখা গেল শ্রাবন্তীকে। কালো পোশাকে মোহময়ী রূপে ধরা দিলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘মুড’।
তার ছবি মুহূর্তে ভাইরাল হওয়ার কথাই ছিল। আর হলও তা। নেটিজেনদের নজর এড়াল না। প্রশংসায় ভরালেন নেটিজেনরা। তবে কেউ কেউ তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও খোঁচা দিয়েছেন।
আবার কেউ কেউ জানতে চান, পাহাড়ে কার সঙ্গে গিয়েছেন তিনি? যদিও সে প্রশ্নের উত্তর অধরা।
মালদ্বীপে গিয়েই একেবারে হট অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন শ্রাবন্তী। ছোট পোশাকে মহানন্দে চুমুক দেন প্রিয় পানীয়র গ্লাসে। সেই ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে।