
বেত্রাবতী ডেস্ক।।বাঘারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার দিবাগত রাত ১টার পরে উপজেলার বন্দবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
মাসুদ রানা (৩২) ওই গ্রামের নিজাম উদ্দীন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ রাশেদ সরদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মাসুদ রানা পালিয়ে যান।
এ সময় তার বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে ১টি পুরাতন রিভলবার, বসতঘরের প্লাস্টিকের কৌটার মধ্যে থেকে ৭১ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও ১টি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, পলাতক মাসুদ রানাকে আটকের চেষ্টা চলমান রয়েছে।
তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।