ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মাটির নিচে মিললো অস্ত্র, প্লাস্টিকের কৌটায় মাদক

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।বাঘারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার দিবাগত রাত ১টার পরে উপজেলার বন্দবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

মাসুদ রানা (৩২) ওই গ্রামের নিজাম উদ্দীন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ রাশেদ সরদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মাসুদ রানা পালিয়ে যান।

এ সময় তার বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে ১টি পুরাতন রিভলবার, বসতঘরের প্লাস্টিকের কৌটার মধ্যে থেকে ৭১ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও ১টি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন  জানান, পলাতক মাসুদ রানাকে আটকের চেষ্টা চলমান রয়েছে।

তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।