টিকটক চক্রের খপ্পরে পড়ে ঢাকা থেকে অপহৃত অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় অপহরণকারী চক্রের অন্যতম হোতা রায়হান হোসেনকে (২২) গ্রেফতার করা হয়। এ টিকটক গ্রুপের দুজন সদস্য রবিন ও খোকন পলাতক।
রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ১২ সেপ্টেম্বর রাজধানীর কাফরুলে অষ্টম শ্রেণির এক ছাত্রী বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। এরপর ওই ছাত্রী আর বাসায় না ফেয়ার তার বাবা কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কয়েকদিন পরও ওই ছাত্রী বাসায় না আসায় পরে ভুক্তভোগীর বাবা র্যাব-৪ বরাবর একটি অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল এটির ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাবের আভিযানিক দল শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা অভিযান চালিয়ে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে।
এ সময় অপহরণকারী চক্রের অন্যতম হোতা রায়হান হোসেনকে গ্রেফতার করা হয়।