
‘মেরি ক্রিসমাস’ ছবির প্রযোজক রমেশ তৌরানিরও ইচ্ছা, আবার সাল্লু আর ক্যাটকে একসঙ্গে পর্দায় আনা। ‘অন্ধা ধুন’, ‘বদলাপুর’ খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবন এই থ্রিলার ছবির পরিচালক। ‘
মেরি ক্রিসমাস’ ছবির নায়ক হিসেবে তাঁরও প্রথম পছন্দ ছিলেন ভাইজান। শ্রীরাম রাঘবন নিজে সালমানের সঙ্গে দেখা করে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছিলেন। সালমানও ছবিটি করবেন বলে শুরুতে মৌখিক সম্মতি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি পিছিয়ে আসেন।
জানা গেছে, এই ছবির বাজেট নেহাতই কম। মাত্র ১০০ কোটি রুপি। সালমানের মতো বড় তারকা কম বাজেটের ছবিতে কাজ করতে রাজি নন। আর তাই তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে খবর।
সালমান নির্মাতাদের স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তিনি শুধু গ্র্যান্ড বাজেটের প্রকল্প করতে আগ্রহী। ‘মেরি ক্রিসমাস’ ছবির চুক্তিপত্রে ক্যাটরিনা আগেই স্বাক্ষর করেছেন।
এই ছবির জন্য ক্যাটরিনার নতুন সঙ্গীর সন্ধান পেয়ে গেছেন নির্মাতারা। তাঁরা সালমানের পরিবর্তে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে চূড়ান্ত করেছেন। ‘মেরি ক্রিসমাস’ ছবির মাধ্যমে নির্মাতারা নতুন এক জুটি উপহার দিতে চলেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।