রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘মানবতার আলোক বর্তিতা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’—শীর্ষক এই সভার আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল‌্যাণ উপকমিটি।

এ সময় বিএনপির নেতাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজ সিরিজ বৈঠক করছেন, সিরিজ বৈঠক তো নয়, ষড়যন্ত্র বৈঠক। আবারও জ্বালাও-পোড়াও করার ইচ্ছা বোধ হয় আপনাদের আছে। সেই দূরভিসন্ধি নিয়ে এগিয়ে যাচ্ছেন।’

‘একটি কথা মনে রাখবেন, এবার যদি কোনো ধরনের সহিংসতার আশ্রয় নেন, দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন, শেখ হাসিনার এই অর্জন, অনন‌্য সাফল‌্য নষ্ট করতে চান, তাহলে জনগণকে সঙ্গে দিয়ে তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত,’ যোগ করেন ওবায়দুল কাদের।

জাতিসংঘের এই সফরে শেখ হাসিনা বাংলাদেশকে আরো একধাপ উঁচুতে নিয়ে গেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের জাতিসংঘে ভূমিকা, তাঁর সাহসিকতা, মানবিকতা, দূরদর্শিতার যে প্রশংসা হয়েছে, সেই প্রশংসার ফলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আর আপনারা সমালোচনা ও বিদ্বেষমূলক অপপ্রচার করে বাংলাদেশের অভ‌্যন্তরীণ রাজনীতিতে আরও একধাপ নিচে নেমে গেছেন।’

মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব‌্য দেন সভাপতিমণ্ডলীর সদস‌্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজ কল‌্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।