ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার ২৬ ম্যাচের রেকর্ড থামিয়ে ভারতের নতুন রেকর্ড

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ওয়ানডে ক্রিকেটে পরাজয় বলতেও যে কিছু আছে, তা বেমালুম ভুলেই গিয়েছিলো অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সবশেষ ২০১৭ সালের অ্যাশেজে ইংল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ২০ রানে পরাজিত হয়েছিলো অসি প্রমিলারা।

এরপর প্রায় চার বছর ধরে টানা ২৬টি ম্যাচে শুধু জয়ই দেখেছে তারা। অবশেষে ২০২১ সালের সেপ্টেম্বরে এসে তাদের পরাজয়ের তিক্ত স্বাদ দিলো ভারত। তিন ম্যাচ সিরিজের শেষটিতে নতুন রেকর্ড গড়ে জিতেছে হারমানপ্রিত কৌরের দল।

অস্ট্রেলিয়ার জয়যাত্রা আগের ম্যাচেই থামাতে পারতো ভারত। কিন্তু শেষ ওভারের শেষ বলে নো বলের নাটকীয়তায় টানা ২৬তম জয় পেয়ে যায় স্বাগতিকরা। কিন্তু আজ আর তা হলো না। শেষ ওভারে তিন বল হাতে রেখে ম্যাচ জিতেছে ভারত।

ম্যাককের রে মিশেল ওভালে আগে ব্যাট করে ২৬৪ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছিলো অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেট হারালেও ম্যাচ জিতেই থেমেছে সফরকারিরা। ওয়ানডে ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

ভারতের রেকর্ডগড়া জয়ে বড় অবদান ওপেনার শেফালি ভার্মা ও তিন নম্বরে নামা ইয়াস্তিকা ভাটিয়ার। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০১ রান। শেফালি ৫৬ ও ইয়াস্তিকা খেলেন ৬৪ রানের ইনিংস। আরেক ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ২২ রান।

মিডল অর্ডারে রিচা ঘোষ (০), মিথালি রাজ (১৬), পূজা ভাস্ত্রাকাররা (৩) হতাশ করেন। তবে লোয়ার মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটিং করেন দীপ্তি শর্মা ও স্নেহ রানা। দীপ্তি ৩০ বলে ৩১ ও স্নেহ ২৭ বলে ৩০ রান করে দলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন।

ম্যাচের শেষ ওভারের তৃতীয় বলে অভিজ্ঞ ঝুলন গোস্বামির বাউন্ডারিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। থেমে যায় অস্ট্রেলিয়ার ২৬ ম্যাচের জয়যাত্রা, নতুন রেকর্ড হয় ভারতের। বল হাতে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ঝুলন।

এর আগে অস্ট্রেয়ালিয়ার পক্ষেও হয় দুইটি ফিফটি। বেথ মুনি ৫২ ও অ্যাশলে গার্ডনার ৬৭ রান করেন। এর বাইরে তাহিয়া ম্যাকগ্রা মাত্র ৩২ বলে ৪৭ ও এলিসা হিলি খেলেন ৩৫ রানের ইনিংস। যা অসিদের এনে দেয় ২৬৪ রানের সংগ্রহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।