ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের রাজ্জাক সভাপতি ও জিলহজ সম্পাদক নির্বাচিত

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।  যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শনিবার ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

প্রেসক্লাব যশোরে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন ও সদস্য সচিব আনোয়ারুল কবির নান্টু। এতে ৯৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান পেয়েছেন ৪০ ভোট। সহসভাপতি পদে সিদ্দিকুর রহমান সিদ্দিক ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ পদে প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান পেয়েছেন ৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিলহজ হোসেন। এ পদে জাকির হোসেন ৫৮ ও ওহেদুজ্জামান আহাদ মাত্র ৮ ভোট পেয়ে পেয়েছেন।
ওলিয়ার রহমান ৮২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ৪৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এস এম আসলাম উদ্দীন। তার প্রতিদ্বন্দ্বী তৌহিদুর রহমান তুহিন পেয়েছেন ৫৭ ভোট। প্রচার সম্পাদক পদে আজিবার রহমান ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ পদে সাহেব আলী পেয়েছেন ৪৪ ভোট। নির্বাহী সদস্যের দুইটি পদে ৬৯ ভোট পেয়ে ফারুক হোসেন ও ৬৫ ভোট পেয়ে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল হক পেয়েছেন ৬৩ ভোট। হকার্স ইউনিয়নের নির্বাচনে আটটি পদের বিপরীতে লড়াই করেন ১৬ জন প্রার্থী।
এর আগে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হন আলামিন হোসেন। নির্বাচনে একশ’ ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।