ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিয়ের আগের দিন পুলিশ সদস্যের বাড়িতে প্রেমিকার অবস্থান

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৪, ২০২১ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।ঝিনাইদহে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করার পর প্রতারণার অভিযোগে পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী।

পুলিশ সদস্য সম্রাটের বিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যার পর তার বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী।

পুলিশ সদস্য সম্রাট ঝিনাইদহ শহরের আলহেরা স্কুলপাড়ার বাবুল ড্রাইভারের ছেলে। সম্রাট কয়েক বছর আগে কুষ্টিয়ায় কর্মরত অবস্থায় তার সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় । পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওই তরুণী জানান, প্রেমের সম্পর্ক হওয়ার পর বিয়ের প্রলোভন দেখিয়ে দফায় দফায় বিভিন্ন স্থানে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সম্রাট। সম্প্রতি তাকে এড়িয়ে চলা শুরু করেন। বিয়ের জন্য চাপ দিলে সম্রাট নানা তালবাহানা শুরু করেন। উপায় না পেয়ে তার বিরুদ্ধে কুষ্টিয়ার পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন ওই তরুণী।

পরে সম্রাটকে বাগেরহাটে বদলি করে দেওয়া হয়। সেখানে গিয়েও বিয়ের দাবি করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার বাগেরহাটে গিয়ে তিনি জানতে পারেন শুক্রবার সম্রাটের বিয়ে।

এমন খবরে সন্ধ্যায় সম্রাটের বাড়ি ঝিনাইদহ শহরের আলহেরা স্কুলপাড়ায় অবস্থান নিয়েছেন তিনি।

তবে সম্রাটের বাবা বাবলু বলেন, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। আমার ছেলের সঙ্গে মেয়েটার যে সম্পর্ক রয়েছে তার কোনো প্রমাণ দিতে পারেনি মেয়েটা। আমার ও আমার পরিবারের মানসম্মান ক্ষুণ্ন করার জন্য মেয়েটা মিথ্যাচার করছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও মেয়েটি এসেছিলেন। কিন্তু পুলিশ সদস্য সম্রাটের সঙ্গে সম্পর্কের কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

তবে মেয়েটি যদি থানায় অভিযোগ করেন তাহলে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।