শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি নিয়ে চাপ না দিয়ে সে কেনো উপস্থিত হলো না তা দেখার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. জোহরা কাজীর উদ্যোগে স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেখতে হবে শিক্ষার্থী কেনো বিদ্যালয়ে উপস্থিত হলো না। কিন্তু কোনোভাবেই জোর করা যাবে না। কারণ কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ না করতে পারলেও তার জন্য অনলাইন ও টিভিতে এখনো ক্লাস চালু আছে।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কোনো শিক্ষার্থীর মধ্যে যদি বিন্দু পরিমাণ উপসর্গও থাকে তাহলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবেন না।
তিনি বলেন, শিক্ষার্থীরা বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে আসার পথে করোনা সংক্রমণ হতে পারে। আমরা এ বিষয়ে সতর্ক আছি। কোথাও এমন কিছু ঘটলে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট ট্রেসিং করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2025 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.