ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ইলিশ পেয়ে উচ্ছ্বাস ভারতীয়দের

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৭:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দুর্গাপূজা উপলক্ষে ভারতে দুই হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।

বুধবার ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে। পূজার উৎসবের আগে পদ্মার ইলিশ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয়রা। খুশি সেখানকার ব্যবসায়ীরাও।

বুধবার বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ মাছ পশ্চিমবঙ্গে পৌঁছেছে।

পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশে আরও কিছু গাড়ি যানজটের জেরে দাঁড়িয়ে আছে। ওই মাছও ভারতে আসবে। গতবারও ইলিশ মাছ পাঠিয়েছিল বাংলাদেশের সরকার। বাঙালি এই মাছ পেয়ে খুশি।’ খবর সংবাদ প্রতিদিন

ইলিশ বোঝাই এক ট্রাকের চালক নাজুম শেখ বলেন, ‘পুজোর উপহার হিসাবে বাংলাদেশ সরকার ইলিশ পাঠিয়েছে। খুলনা থেকে এই ইলিশ আমরা নিয়ে এসেছি।’

মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে যাওয়া ওই ইলিশগুলির ওজন এক থেকে দেড় কেজির মধ্যে। তার দাম কেজি প্রতি অন্তত দেড় হাজার টাকা বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

সুকান্ত বিশ্বাস নামে এমনই এক ব্যবসায়ী বলেন, ‘আজ এখানে ১৬ টন ইলিশ এল।

বাঙালিদের পরিপূর্ণভাবে ভোজ খাওয়াতে পারব। তবে মাছের দাম আগের থেকে বাড়বে। কেজি প্রতি অন্তত দেড় হাজার টাকা দাম হবে। এই মাছ হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর এমনকি শিলিগুড়িও যাবে।’

অশোক মণ্ডল নামে আর এক ব্যবসায়ী বলেন, ‘বাঙালির ইলিশের প্রতি টান আছে। বাংলাদেশ থেকে এই ইলিশ আসায় আমরা খুব খুশি।

পুজোর আগে পুরো মাছ চলে আসবে বলে মনে করছি। এ বার থেকে নিয়মিত মাছ আসবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।