রাজধানীর গুলশান লেকে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নৌকাটি উদ্ধারে কাজ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, নৌকায় সাত থেকে আট জন যাত্রী ছিলেন। তারা লেক পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। তবে সব যাত্রীরাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।
তিনি আরো বলেন, নৌকার মাঝিকেও জীবিত উদ্ধার করা হয়েছে। তারপরও আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান চালান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।