ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৬:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি শুশক প্রজাতির মৃত ডলফিন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈকতের তেত্রিশকানি পয়েন্টে ডলফিনটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। তবে এটি অর্ধগলিত না। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, গত ১৬ সেপ্টেম্বর সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছিলো। আজকেরটিসহ এ বছর মোট ১৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর রহস্য উদঘাটনসহ এসব মিতব্যয়ী প্রাণীর মৃত্যু রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া প্রয়োজন।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে ডলফিনটির পোস্টমর্টেম করা হবে। ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।