ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

আসেনসিও-বেনজেমা নৈপুণ্যে রিয়ালের গোল উৎসব

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঘরের মাঠে দুর্দান্ত খেললেন মার্কো আসেনসিও। করলেন হ্যাটট্রিক।

এদিকে জোড়া গোল করে দলের হয়ে দুইশ গোলের মাইলফলক স্পর্শ করলেন করিম বেনজেমা।

শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে মায়োর্কার জালে গোল উৎসব করল রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ৬-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের সফলতম দলটির হয়ে অন্য গোলটি ইসকোর।

ঘরের মাঠে তৃতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। মার্তিন ভালিয়েন্তের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে তালগোল পাকিয়ে বল হারান হোসেফ গায়া।

সুযোগটা কাজে লাগান কাছেই থাকা বেনজেমা। ছুটে গিয়ে বল ধরে বাকিটা অনায়াসে সারেন এই ফরাসি স্ট্রাইকার। এদিকে ২৪তম মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন আসেনসিও।

রদ্রিগোর শট কোনোমতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক। বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল অনায়াসে জালে পাঠান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

পরের মিনিটেই ব্যবধান কমিয়ে ফেলে মায়োর্কা। দ্বিতীয় গোলটির পর খেলা শুরু হলে একটু আয়েশীই হয়ে পড়েছিল রিয়াল। সুযোগ কাজে লাগিয়ে দ্রুত গতিতে এগিয়ে বল জালে পাঠান লি ক্যাং-লি। তেমন কিছু করার ছিল না থিবো কোর্তোয়ার।

২৯তম মিনিটে আবার ব্যবধান বাড়ান আসেনসিও। বেনজেমার বাড়ানো বল ঠিকানা খুঁজে নিতে তেমন কোনো সমস্যাই হয়নি তার।

দ্বিতীয়ার্ধের শুরুতে বল জালে পাঠান বেনজেমা। তবে রদ্রিগোর ক্রস নিয়ন্ত্রণে নেওয়ার আগে তিনি প্রতিপক্ষের একজনকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি। তবে  ৫৫তম মিনিটে বল জালে পাঠান আসেনসিও, হয়ে যায় হ্যাটট্রিক।

মায়োর্কার কেউ রিয়াল মাদ্রিদ তারকা কিংবা বলকে আক্রমণ করতে চায়নি। যথেষ্ট সময় পাওয়া আসেনসিও দেখেশুনে ডি-বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন।

সৌভাগ্যের এক গোলে ৭৮তম মিনিটে স্কোরলাইন ৫-১ করে ফেলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বেনজেমার দুইশতম গোল। লা লিগার চলতি আসরে অষ্টম।

৪তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ইসকো। শেষ দিকে লুকা ইয়োভিচের দুর্দান্ত বাইসাইকেল কিক ফিরিয়ে ব্যবধান আর বাড়তে দেননি মায়োর্কা গোলরক্ষক।

এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ। এদিকে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে বার্সেলোনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।