ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকায় মোদি, জাতিসংঘে ভাষণ শনিবার

Arifuzman Arif
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৬:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটন পৌঁছেছেন নরেন্দ্র মোদি। করোনার পর প্রথম বিদেশ সফরে তিনি কোয়াড বৈঠকে অংশ নেবেন, জাতিসংঘে বলবেন, বাইডেনের সঙ্গে বৈঠক করবেন।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে সাতবার আমেরিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের সফরে এবার ঠাসা কর্মসূচি রয়েছে। তিনি শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভাষণ দেবেন। শুক্রবার কোয়াড বৈঠকে যোগ দেবেন।

কোয়াড মানে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে গঠিত গোষ্ঠী। মূলত চীনের মোকাবিলায় এই গোষ্ঠী তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন মোদি।

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার দুই নেতার বৈঠক হবে। তাছাড়া তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করবেন।

বৃহস্পতিবার ভোরে মোদি যখন ওয়াশিংটন পৌঁছলেন তখন বৃষ্টি পড়ছিল। ছাতা হাতে তিনি বিমান থেকে বের হন।

বিমানবন্দরের বাইরে ছিলেন প্রচুর ভারতীয় মূলের মানুষ। তারা বৃষ্টি উপেক্ষা করে মোদিকে স্বাগত জানাতে সমবেত হয়েছিলেন। মোদি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। হাত মিলিয়েছেন।

এবার কোয়াড বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, বৈঠকে মোদি ছাড়াও থাকবেন বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী। এর আগে গত মার্চে একটি ভার্চুয়াল শীর্ষ বৈঠক হয়েছিল। কিন্তু এবার মুখোমুখি বৈঠক হবে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে তারা মতবিনিময় করতে পারবেন। সেখানে চীনকে কীভাবে আটকানো যায় তা নিয়ে কথা হতে পারে।

তবে বাইডেনের সঙ্গে বৈঠকে গুরুত্ব পেতে পারে সীমান্ত-পারের সন্ত্রাস, আফগানিস্তান, ভারত-মার্কিন সহযোগিতা ও বাণিজ্যের বিষয়গুলি।

ভারতের কাছে এই সব বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।

সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, প্রধানমন্ত্রী আমেরিকার বড় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।

মোদির সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল খুবই ভাল। তিনি ট্রাম্পের জন্য আমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’-এর আয়োজন করেছিলেন।

আমেরিকার প্রেসিডেন্ট ভোটের আগে এই অনুষ্ঠানের জন্য বাইডেন তখন ক্ষুব্ধ হতেই পারেন। তবে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তার সঙ্গে মোদির ফোনে কথা হয়েছে।

ভারতের যখন করোনা মোকাবিলার জন্য টিকার কাঁচামাল, অক্সিজেন কনসেনট্রেটর ও অন্য জিনিসের দরকার ছিল, বাইডেন তা পাঠিয়েছেন।

আফগানিস্তানে তালেবান শাসনের পর উপমহাদেশের পরিস্থিতির বদল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বাইডেন-মোদি প্রথম মুখোমুখি বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

আগামী শনিবার প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। করোনা মোকাবিলা, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি তার ভাষণে প্রাধান্য পেতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রকের সূত্র জানিয়েছে। সূত্র: ডয়েচে ভেলে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।