ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ আয়ে মেসিকে টপকে শীর্ষে রোনালদো

Arifuzman Arif
সেপ্টেম্বর ২২, ২০২১ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।মাঠ ও মাঠের বাইরে বেশ আগে থেকেই সমানতালে প্রতিযোগিতা চলে আসছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে। তাতে এবার আরেকটু রঙ লাগিয়ে দিল বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস।

তাদের মতে বিশ্বে সর্বোচ্চ উপার্জনকারী ফুট বলারের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন সিআর সেভেন। সেরা চারের বাকি দুটি জায়গায় নেইমার ও কিলিয়ান এমবাপে।

বিপুল পরিমাণ অর্থে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ায় এই বছর ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠেছেন রোনালদো।

২০২১-২২ মৌসুমে করের আগে পর্তুগিজ ফরোয়ার্ড সাড়ে ১২ কোটি ডলার উপার্জন করতে যাচ্ছেন। এর মধ্যে ৭ কোটি ডলার উপার্জন করবেন বেতন-বোনাস থেকেই।

মানে বাণিজ্যিক চুক্তি থেকে রোনালদোর আয় সাড়ে ৫ কোটি ডলার। স্পন্সরশিপ থেকে সর্বোচ্চ উপার্জন কারী খেলোয়াড়ের তালিকাতেও তিনি সবার উপরে।

ফোর্বসের সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় ১১ কোটি ডলার নিয়ে দুইয়ে অবস্থান করছেন মেসি। সাড়ে ৯ কোটি ডলারে তৃতীয় স্থানে নেইমার, আর চারে থাকা এমবাপের উপার্জন ৪ কোটি ৩০ লাখ ডলার। তার চেয়ে ২০ লাখ ডলার কম পেয়ে পঞ্চম স্থানে লিভারপুলের মোহাম্মদ সালাহ।

এদিকে ষষ্ঠ স্থানে রয়েছেন রবার্ট লেভানদোভস্কি (সাড়ে ৩ কোটি ডলার)। সাতে অবস্থান করছেন আন্দ্রেস ইনিয়েস্তা (সাড়ে ৩ কোটি ডলার)।

এরপর যথাক্রমে রয়েছেন, পল পগবা (৩ কোটি ৪০ লাখ ডলার), গ্যারেথ বেল (৩ কোটি ২০ লাখ ডলার) ও এডেন হ্যাজার্ড (২ কোটি ৯০ লাখ ডলার)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।