ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সদ্য সমাপ্ত নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন বিশাখা তপন সাহা

Arifuzman Arif
সেপ্টেম্বর ২১, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আতাউর রহমান।। সাতক্ষীরায় ২১ ইউনিয়নে সদ্য সমাপ্ত নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশাখা তপন সাহা।

তিনি কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

বিশাখা তপন সাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের শামসুদ্দিন আল মাসুদ বাবু।

সোমবারের নির্বাচনে নৌকা প্রতীকের শামসুদ্দিন আল মাসুদ বাবুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিশাখা তপন সাহা জয়ের মালা পরেছেন।

নবনির্বাচিত বিশাখা তপন সাহার স্বামী তপন সাহা ছিলেন একই ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান।

তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের হাজারো জনতা।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিশাখা তপন সাহা বলেন, তিনি জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। জনগণই তাকে ক্ষমতা দিয়েছে। তাই জনগণের সুখ-দু:খের সাথী হিসেবে তিনি আজীবন জনসেবামূলক কাজ করে যাবেন।

পাশাপাশি ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।