পরিবারকে মিস করছিলে। তাই স্ত্রী-সন্তানদের দেখতে আমেরিকায় গিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
অনেক দিনের সফরের উদ্দেশ্যেই যাত্রা করেছিলেন। তবে ফিরে আসলেন কাজের টানে।
গতকাল (২০ সেপ্টেম্বর) ঢাকায় পা রাখেন মিশা। এসেই চুক্তিবদ্ধ হলেন শাকিব অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায়।বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করছেন তপু খান।
মিশা নিশ্চিত করলেন, আজ (২১ সেপ্টেম্বর) ছবিটির জন্য আনুষ্ঠনিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। কাল থেকে শাকিবের সঙ্গে যোগ দেবেন ছবিটির শুটিংয়ে।
মিশা বলেন, ‘বেশ ভালো গল্পের একটি ছবি। আমেরিকায় ছিলাম। গল্প আর চরিত্র ভালো লাগায় চলে এলাম। আবারও আমি ও শাকিব একসঙ্গে। ইনশাআল্লাহ আমি উৎসাহ নিয়েই কাল থেকে এটির শুটিং শুরু করবো।
আমার বিশ্বাস এ ছবিটি দর্শকের কাছে উপভোগ্য হবে।’এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বুবলীকে।
উল্লেখ্য, সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে শাকিব খান ও মিশা সওদাগরের নায়ক-ভিলেন জুটির রসায়ন শুরু হয় পর্দায়।
এখন পর্যন্ত অনেক ছবিতে তারা নায়ক ও ভিলেন হিসেবে অভিনয় করে যাচ্ছেন তুমুল জনপ্রিয়তা নিয়ে।