ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের সঙ্গী হলেন মিশা

Arifuzman Arif
সেপ্টেম্বর ২১, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পরিবারকে মিস করছিলে। তাই স্ত্রী-সন্তানদের দেখতে আমেরিকায় গিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

অনেক দিনের সফরের উদ্দেশ্যেই যাত্রা করেছিলেন। তবে ফিরে আসলেন কাজের টানে।

গতকাল (২০ সেপ্টেম্বর) ঢাকায় পা রাখেন মিশা। এসেই চুক্তিবদ্ধ হলেন শাকিব অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায়।বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করছেন তপু খান।

মিশা নিশ্চিত করলেন, আজ (২১ সেপ্টেম্বর) ছবিটির জন্য আনুষ্ঠনিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। কাল থেকে শাকিবের সঙ্গে যোগ দেবেন ছবিটির শুটিংয়ে।

মিশা বলেন, ‘বেশ ভালো গল্পের একটি ছবি। আমেরিকায় ছিলাম। গল্প আর চরিত্র ভালো লাগায় চলে এলাম। আবারও আমি ও শাকিব একসঙ্গে। ইনশাআল্লাহ আমি উৎসাহ নিয়েই কাল থেকে এটির শুটিং শুরু করবো।

আমার বিশ্বাস এ ছবিটি দর্শকের কাছে উপভোগ্য হবে।’এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বুবলীকে।

উল্লেখ্য, সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে শাকিব খান ও মিশা সওদাগরের নায়ক-ভিলেন জুটির রসায়ন শুরু হয় পর্দায়।

এখন পর্যন্ত অনেক ছবিতে তারা নায়ক ও ভিলেন হিসেবে অভিনয় করে যাচ্ছেন তুমুল জনপ্রিয়তা নিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।