ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই

Arifuzman Arif
সেপ্টেম্বর ২১, ২০২১ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল নিশ্চিত করেছেন জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি।

শ্বাসকষ্ট নিয়ে চলতি মাসের ১ তারিখ রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রথম দফা চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

এরপর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় স্বাস্থ্যের অবনতি ঘটলে। গত শুক্রবার থেকে ভেন্টিলেশনে রাখা হয়। বেড়ে যায় ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা। শেষ পর্যন্ত চলেই গেলেন না ফেরার দেশে।

সাবেক এই ক্রিকেটার ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তর দশক পর্যন্ত খেলেছিলেন ঢাকা ক্রিকেট লিগে। এরপর ক্রিকেটকে বিদায় বলে শুরু করেন কোচিং।

কোচিং ক্যারিয়ারে মোহামেডান, ধানমন্ডি, কলা বাগানসহ ঢাকার বেশ কয়েকটি শীর্ষ ক্লাবের কোচ ছিলেন জালাল আহমেদ চৌধুরী। তিনি শুধু ক্রিকেটার কিংবা কোচই ছিলেন না।

ছিলেন প্রশিক্ষক, আম্পায়ার, সাংবাদিক ও ক্রীড়া লেখক।

তার হাত ধরেই উঠে এসেছেন অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, গোলাম ফারুক সুরু, জি এম নওশের প্রিন্স, তুষার ইমরানদের মতো তারকা ক্রিকেটাররা।

গত তিন বছর আগেও কলাবাগানের কোচ ছিলেন তিনি। কোচ ছিলেন আশরাফুল, মাশরাফী বিন মোর্ত্তজাদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।