ফিরতি পর্বের ১ম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আরেক হেভিওয়েট দল চেন্নাই সুপার কিংস।
সোমবার মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। কলকাতার একাদশে সাকিব আল হাসান থাকবেন কি না সেটিই এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বড় প্রশ্ন।
টুর্নামেন্টের প্রথম পর্বে ৮ ম্যাচ খেলে ছয়টিতে জিতে ছিলো ব্যাঙ্গালুরু। যার সুবাদে পাওয়া ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলো তারা। রবিবার মুম্বাইকে হারিয়ে সমান ১২ পয়েন্ট নিয়েই শীর্ষে উঠেছে চেন্নাই।
গত মে মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত করে দেয়া হয়েছিলো আইপিএল। বন্ধ হওয়ার আগে কলকাতার একাদশে নিয়মিত ছিলেন না সাকিব। দলের সাত ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে সুযোগ পেয়েছিলেন তিনি। বাকি চার ম্যাচ কাটাতে হয়েছে বেঞ্চে বসেই।
সেই তিন ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তিন ম্যাচে ৩৯ বল মোকাবিলা করে ৩৮ রান করেন তিনি। আর বল হাতে ১০ ওভারে ৮১ রান খরচায় নেন দুটি উইকেট।
তবে এবার দ্বিতীয় পর্ব শুরুর আগে সাকিবের ব্যাপারে উচ্ছ্বসিতই দেখা গেছে কলকাতাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের কোয়ারেন্টাইন শেষ করে দলের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গেই প্রচার করেছে তারা।
অবশ্য এতেও নিশ্চয়তা মিলছে না যে, সোমবার ব্যাঙ্গালুরুর বিপক্ষে সাকিবকে প্রথম একাদশে রাখবে কলকাতা। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমগুলোর সম্ভাব্য একাদশেও নেই সাকিব আল হাসানের নাম।