মোংলা প্রতিনিধি।।মোংলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে।
সোমবার(২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাই লতলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ও সুন্দরবন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে মেম্বর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষেরই ২৫ জন আহত হয়েছেন।
আহতদেরকে রক্তাক্ত অবস্থায় দুপুর পৌনে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কটা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র ও রডের আঘাতের গুরুতর জখম রয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। বিষয়টি কঠোরভাবে দেখছি।
এর আগে রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চাঁদপাই ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মারা যান এক বৃদ্ধা নারী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।