ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন বিজয়

Arifuzman Arif
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় একটি মামলা দায়ের করেছেন। সেখানে অভিযুক্ত করা হয়েছে ১১ জনকে।

তালিকায় রয়েছে তার নিজের মা শোভা চন্দ্রশেখর এবং বাবা এসএ চন্দ্রশেখরের নামও।

ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। বিজয় তার মামলার নথিতে একটি নিষেধাজ্ঞা দাবি করেছেন। সেটা হলো তার বাবা-মা কিংবা প্রাক্তন কর্মকর্তা কেউ যেন তার নাম ব্যবহার করে কোনো ফ্যানক্লাব কিংবা রাজনৈতিক দল গঠন করতে না পারে।

খবরটি প্রকাশ্যে আসার পর দক্ষিণী সিনেমা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। জানা গেছে, বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। এই দলের সাধারণ সম্পাদক পদে আছেন বিজয়ের বাবা এবং কোষাধ্যক্ষ হিসেবে আছেন তার মা শোভা চন্দ্রশেখর।

প্রায় সবারই ধারণা ছিল, অচিরেই এই দলে যোগ দেবেন বিজয় নিজেও। কিন্তু ঘটলো একেবারে বিপরীত! এই ঘটনা নিয়ে এর আগেও চর্চা হয়েছিল।

২০২০ সালের নভেম্বরে বিষয়টি নিয়ে বিজয় একটি লিখিত বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। আমি আমার ভক্তদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না।

যদি কেউ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য আমার ছবি, নাম বা আমার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ প্রসঙ্গত, ভারতের তামিল সিনেমার সফল তারকা থালাপতি বিজয়। ওই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাও তিনি।

১৯৯২ সাল থেকে নায়ক চরিত্রে অভিনয় করে আসছেন বিজয়। এর আগে আশির দশকে তিনি শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।