ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক-ইউটিউবে কঠোর পদক্ষেপ সরকারের

Arifuzman Arif
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব ২৪ ঘণ্টা নজরদারিতে রাখবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এতে ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় যেকোনো আপত্তিকর কনটেন্ট দ্রুত শনাক্ত এবং অপসারণ করতে পারবে সংস্থাটি।

দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক ও ইউটিউব। সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে করে আপত্তিকর মন্তব্য ও ‘সাইবার বুলিং’য়ের শিকার হচ্ছেন অনেকে।

সম্প্রতি চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ও এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও গোপনীয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও বিভিন্ন সময় ধর্মীয় বিষয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন অনেকে। এসব সমস্যা নিরসনে কাজ করবে বিটিআরসি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয় আমরা সাইবার সিকিউরিটি সেল নামে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। নজরদারি চালানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করছি।

ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন বলেন, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর কনটেন্ট অপব্যবহার করতে উদ্যোগ নেয়া হয়েছে।

আপত্তিকর কনটেন্ট, ভিডিওর ফলে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা দ্রুত অপসারণে ব্যবস্থা নেয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।