
বাংলাদেশের ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন টলিউডের দর্শকপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়।
চলতি মাসের শেষ সপ্তাহে দৃশ্য ধারণে অংশ নিতে ঢাকায় আসবেন তিনি।
পুজন মজুমদারের পরিচালনায় এ সিনেমায় কৌশানীর বিপরীতে অভিনয় করবেন ঢাকার নায়ক শান্ত খান। সিনেমাটি প্রযোজনা করবেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।
জানা গেছে, ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসার পর পূবাইল ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন কৌশানী।
কৌশানী, শান্ত খান ছাড়াও রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ আরো অনেকে অভিনয় করছেন এ সিনেমায়।
এর আগে, শাপলা মিডিয়ার প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় টালিগঞ্জের সিনেমা ‘লাভ ভেলকী লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী; তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত।
‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমায় অভিনয় করে চিত্র জগতে পা রাখেন কৌশানী। ২০১৫ সালে অভিষেকের পর নায়ক বনি সেনগুপ্তের সঙ্গেই জুটি হয়ে করেছেন বেশ কয়েকটি সিনেমা। এছাড়া দেব এবং সোহমের বিপরীতেও দেখা গেছে তাকে।