ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় নারীকে ছুরিকাঘাত, সাবেক স্বামী আটক

Arifuzman Arif
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলায় ফাহমিদা ফাইম (৩৪) নামে এক নারীকে ছুরিকাঘাতেরর অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ায় ওই ঘটনা ঘটে।
আহত ফাহমিদা ফাইম শেখপাড়ার বাসিন্দা। পরে অভিযুক্ত জসিম উদ্দিনকে (৪০) আটক করেছে পুলিশ। আহত ফাহমিদাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাহমিদার বাবা আবু কাউসার মধু জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের জসিম উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় তার মেয়ের। তাদের দুই ছেলে ও এক মেয়েও আছে।
বনিবনা না হওয়ায় গত এক বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপরও জসিম তার মেয়েকে বিরক্ত করে আসছিলো।
সোমবার দুপুরে হঠাৎ তাদের বাড়ি এসে ঘরে ঢুকে তাকে চাকু দিয়ে আঘাত করেন জসিম। মেয়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, আহত ফাহমিদার দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান জানান, জসিমকে আটক করে থানায় নেয়া হয়েছে। তবে, এখনো থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।