আহত ফাহমিদা ফাইম শেখপাড়ার বাসিন্দা। পরে অভিযুক্ত জসিম উদ্দিনকে (৪০) আটক করেছে পুলিশ। আহত ফাহমিদাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাহমিদার বাবা আবু কাউসার মধু জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের জসিম উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় তার মেয়ের। তাদের দুই ছেলে ও এক মেয়েও আছে।
বনিবনা না হওয়ায় গত এক বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপরও জসিম তার মেয়েকে বিরক্ত করে আসছিলো।
সোমবার দুপুরে হঠাৎ তাদের বাড়ি এসে ঘরে ঢুকে তাকে চাকু দিয়ে আঘাত করেন জসিম। মেয়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, আহত ফাহমিদার দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান জানান, জসিমকে আটক করে থানায় নেয়া হয়েছে। তবে, এখনো থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।