ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় ১০ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন, চেয়ারম্যান পদে বিজয়ী নৌকা ৪, স্বতন্ত্র ৬

Arifuzman Arif
সেপ্টেম্বর ২০, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

আতাউর রহমান।।কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার বিচ্ছিন্ন কয়েক টি ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

অবিরাম বৃষ্টি উপক্ষো করে প্রতিটি ইউনিয়নে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হন। ৩ নং কয়লা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যা নানা অনিয়ম তুলে ধরে সোমবার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এদিকে ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের একটি কেন্দ্রে (১ নং ওয়ার্ড) অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৪ বিজয়ী প্রার্থীরা হলেন:৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে অধ্যাপক আবুল কালাম, ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন হেলাল, ১১ নং দেয়াড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মফে ও ১২ নং যুগিখালি ইউনিয়নে রবিউল হাসান।

স্বতন্ত্র প্রার্থী ৬ বিজয়ীদের মধ্যে ৫ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

এরা হলেন: ১ নং জয়নগর ইউনিয়নে বিশাখা সাহা, ২ নং জালালাবাদ ইউনিয়নে মাহফুজুর রহমান নিশান, ৩ নং কয়লা ইউনিয়নে শেখ সোহেল রানা, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে আফজাল হোসেন হাবিল ও ৭ নং চন্দনপুর ইউনিয়নে ডালিম হোসেন।

এছাড়া ৯ নং হেলাতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন মোয়াজ্জেম হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।