ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরের প্রথম দিন প্রেক্ষাগৃহে আসছেন বুবলী

Arifuzman Arif
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমান ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল তারকা চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সংবাদ পাঠিকা থেকে তারার দুনিয়া, তার রশ্মি এখন স্বর্ণময়। দীর্ঘদিনের পর্দা বিরতি শেষে আবারও প্রেক্ষাগৃহে আসছেন নায়িকা।

জানা গেছে, আগামী ১ অক্টোবর বুবলী অভিনীত ‘চোখ’ সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেবাজ অ্যাপ-এ মুক্তি পাবে।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘চোখ’ সিনেমার গল্পে থ্রিলারের সঙ্গে সাসপেন্স আর টুইস্টের মিশ্রণ আছে। সঙ্গে রয়েছে রোমান্স। গল্প এবং নির্মাণে রয়েছে ভিন্নতা। আশা করছি, দর্শক সিনেমাটি গ্রহণ করবে।

সিনেমাটিতে বুবলীর নায়ক হিসেবে আছে চিত্রনায়ক নিরব হোসেন ও জিয়াউল রোশান। দুই নায়কের বিপরীতে দেখা যাবে তাকে। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এই সিনেমায় ‘রাকেশ’ চরিত্রে নিরব, ‘জয়’ চরিত্রে রোশান আর বুবলীকে দেখা যাবে ‘রেজনি’ চরিত্রে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।

এতে আরো অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, জাহিদ ইসলাম প্রমুখ। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটি চলতি বছরের শুরুর দিকে শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে দৃশ্য ধারণের কাজ শেষ করেন নির্মাতা।

শবনম বুবলীর শুরুটা দেশ সেরা নায়ক শাকিব খানের হাত ধরে। এই নায়কের বিপরীতে প্রায় ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘ক্যাসিনো’ সিনেমার মাধ্যমে প্রথমবার নায়ক বদল করেন বুবলী। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

এছাড়াও মুক্তির তালিকায় আছে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।